পুত্রসন্তানের সঙ্গে একটি আবেগঘন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তাঁর নাম জানালেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার পরীমনি।
বুধবার বিকেলে রাজধানীর এক হাসপাতালে সন্তানের জন্মের পর গতকাল বৃহস্পতিবার সকালে পরীমনি জানালেন, সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। পরীমনি ও তাঁর স্বামী শরীফুল রাজ আগেই জানিয়েছিলেন, ছেলেসন্তান হলে ‘রাজ্য’ নাম রাখবেন। সে অনুযায়ীই নামটি চূড়ান্ত করা হয়েছে। পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’ এর আগে ১০ আগস্ট বাবা হওয়ার খবর জানিয়ে অভিনেতা শরিফুল রাজ বলেন, আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। পাশাপাশি ছেলে ও স্ত্রীর জন্য দোয়াও চেয়েছেন শরিফুল রাজ।
চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর আগে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে তাদের পরিচয় ও প্রেম হয় বলে জানা গেছে। ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে পরীমনির প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তাঁরা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এই দুজনের চেষ্টায় চার হাত এক হয়।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর তাঁরা বিয়ে করেছেন। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেন। পরীমনি বলেন, প্রথমে দুই পরিবারকেই আমরা দুজন জানিয়েছিলাম। এরপর পারিবারিকভাবে রাজের আফতাবনগরের বাসায় বিয়ে হয় আমাদের। পরীমনি বলেন, তাঁর সঙ্গে মিশতে গিয়ে দেখলাম, আমরা দুজনই পাগল। দুজনই ভাবলাম, আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত। তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিই আমরা। চলতি বছরের ১০ জানুয়ারি জানা যায়, পরীমনি মা হতে চলেছেন।