পটিয়া শান্তির হাট কুসুমপুরা ১নং ওয়ার্ড কাদেরিয়া চিশতিয়া তৈয়্যবিয়া মাদরাসার ৭ম সালানা জলসা ২৭ ডিসেম্বর (শনিবার) মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ ইদ্রিস আলকাদেরীর সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জলসায় মেহমানে আ’লা ছিলেন লেবানন বৈরুত হতে আগত আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. শেখ সৈয়দ জামাল শাকুর আল হোসাইনী। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া সুখছড়ি দরবার শরীফের পীরে তরিকত আল্লামা শাহ নাছেরুল হক চিশতী। জলসায় বক্তারা বলেন, ক্ষণিকের জিন্দেগীতে মানুষ তার ইমান–আমল পরিপূর্ণ পরিকল্পনা মাফিক করতে না পারলে পরকালে মহান আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। প্রত্যেক বান্দা মৃত্যুকালে আল্লাহর কাছে কিছুটা সময় চাইলোও তখন তার আর এবাদত বা শোধরানোর সুযোগ থাকেনা। সালানা জলসায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, পটিয়া বড়লীয়া সালামিয়া দরবার শরীফের আল্লামা এয়ার মুহাম্মদ পেয়ারু, রাঙ্গুনীয়া রাহাতীয়া দরবার শরীফের সাজ্জাদাশীন মাওলানা ওবাইদুল মু্স্তফা নঈমী নঙবন্দী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক. মাওলানা হাফেজ মুহাম্মদ নুর হোসইন। মাওলানা মিজানুর রহমান আলকাদেরী (মহিষখালী), মাওলানা আবু তারেক মিয়াজি, মাওলানা জয়নুল আবেদীন আলকাদেরী, হাজী মোহাম্মদ নুরুল আলম সওদাগর, কাজী মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, হাফেজ নুর মোহাম্মদ, হাফেজ মোহাম্মদ হোসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুছা, হাফেজ মোহাম্মদ আকতার, কাজী মোহাম্মদ মনির উদ্দিন মানিক, আব্দুল্লাহ আল হেলাল, মাওলানা ইয়াসিন আল মাদানী, গাজী মঞ্জুর করিম রেফায়ী, অত্র মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ লোকমান, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম, হাফেজ মাওলানা নুরুন্নবী, মোহাম্মদ তানভীর ইসলাম, মোহাম্মদ নুরুল আমিন মিসবাহ এবং মাদরাসার শিক্ষক–শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। সালানা জলসা সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ ইরফানুল হক। কাদেরীয়া চিশতীয়া তৈয়্যবিয়া মাদরাসার ৭ম তম সালানা জলসায় কর্মসূচির মধ্যে ছিলো বাদে ফজর থেকে খতমে কুরআন, খতমে গাউসিয়া শরীফ,খতমে খাজেগান শরীফ, সারাদিন ব্যাপী মাদরাসার শিক্ষার্থীদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সর্বশেষ মধ্যরাত ব্যাপী মিলাদ মাহফিল। প্রেস বিজ্ঞপ্তি।












