সনির ব্যাংকে আছে ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ১১৫ টাকা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনের নৌকার প্রার্থী বর্তমান সংরক্ষিত নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে আছে নগদ টাকা ১ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমাকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ১১৫ টাকা। বন্ড, ঋণপত্র স্টক একচেঙ শেয়ার ২৪ কোটি ৯১ লাখ ৪ হাজার ৫১০ টাকা, পোস্টাল সঞ্চয়পত্র ১৫ লাখ টাকা, আছে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৪৮ টাকা দামের মিটসুবিসি গাড়ি। স্বর্ণ আছে ৫০ হাজার টাকার, ইলেকট্রিক সামগ্রী ৫০ হাজার টাকা, আসবাবপত্রের বিবরণী ৫০ হাজার টাকা, অন্যান্য ব্যবসায় মূলধন আছে ১ লাখ ৭৩ হাজার ১৮৩ টাকা। স্থাবর সম্পদ নিজ নামে পৈত্রিকভাবে প্রাপ্ত চার একর জমির মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা, অকৃষি জমির মূল্য ৫০ লাখ টাকা। পাঁচলাইশে থাকা একটি ভবনের মূল্য চার কোটি টাকা। তিনটি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা এই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এমবিএ। এই প্রার্থী যে বাড়িতে থাকেন সেটির মূল্য প্রায় চার কোটি টাকা। সনির নগদ টাকা কম থাকলেও ব্যাংকে আছে বেশি। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় এমন তথ্য পাওয়া যায়।

হলফনামায় সনি উল্লেখ করেন, তার বাৎসরিক আয় বাড়ি/এপার্টমেন্ট ভাড়া বাবদ ১৬ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকা; শেয়ার সঞ্চয়পত্র থেকে ১ লাখ ৬৮ হাজার টাকা; বিভিন্ন প্রতিষ্ঠান ও সংসদ সদস্য হিসেবে সম্মানি ভাতা পান ২৬ লাখ ১২ হাজার ২৭৬ টাকা ও অন্যান্য খাত থেকে আসে ১৩ লাখ ৭৩ হাজার ১৭১ টাকা।

পূর্ববর্তী নিবন্ধমোতালেবের কাছে নগদ আছে ১ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ২০৭ টাকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নৌকা প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন এমপি দিদার