আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাবেক মেয়র মনজুর আলমের মতবিনিময় সভা তাঁর উত্তর কাট্টলীর বাস ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সনাতন ধর্মের দুস্থ অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হবে। দুর্গাপূজা যাতে স্বাচ্ছন্দ্যভাবে উদযাপন করতে পারে এজন্য আমাদের এই আয়োজন। তিনি আরো বলেন, সনাতন ধর্মের সকল মানুষের প্রতি আমার শুভেচ্ছা ও আশীর্বাদ রইল। যাতে তাঁদের ধর্মীয় উৎসব সুশৃঙ্খল ও সুন্দরভাবে পালন করতে পারে। সভায় উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ড ও ৯নং পাহাড়তলী ওয়ার্ডের সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মনজুর আলম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ লোকমান আলী, সাবেক পঞ্চায়েত মেম্বার ধীরেন্দ্র লাল দে, তপন কুমার দত্ত, জামিনি কুমার দে, জগদীস দাস, সাধন কুমার দত্ত, নিকাশ মজুমদার, অরুণ দেব রায়, অর্পিতা মজুমদার, মুনমুন দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।