বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার বিকালে তিনি গ্রেপ্তার হন। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে নিজেদের হেফাজতে রেখেছে ডিবি। তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে ডিবি। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার গণমাধ্যমে বলেন, গতকাল বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। তার ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ করে। ওই সমাবেশের পর ৩০ অক্টোবর রাতে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট। বিক্ষোভ কর্মসূচি থেকে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন ইসকন সমর্থকরা। তারা চেরাগী পাহাড় মোড়ের রাস্তা অবরোধ করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে সম্মিলিত সনাতন জাগরণ জোট এক বিজ্ঞপ্তিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারা দেশে জেলা–উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, চেরাগী পাহাড় মোড়ে সনাতন ধর্মালম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। পৃথক বিবৃতিতে তারা অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।












