বাংলাদেশ সনাতনী গণজাগরণ মঞ্চ মহানগর ত্রাণ বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। মহানগরের সভাপতি রিপন সিংয়ের সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক শম্ভূ কান্তি দাশের সঞ্চালনায় ও মহানগরের সাংগঠনিক সম্পাদক স্বপন সিংয়ের তত্বাবধানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন, মিলন কান্তি শর্মা, মোহাম্মদ নাজিম উদ্দিন, গৌরাঙ্গ সিং, ছোটন পাল, বাসু ঘোষ, সুমন সিং, দীলিপ ভট্টাচার্য্য, বাদল মজুমদার, রতন সাহা রাজু, কাজল বৈদ্য, বিপ্লব দত্ত, শিবু মিত্র, কাজল পাল, শিমু পাল, দীলিপ ভট্টাচার্য্য, সবিতা রানী বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











