বোয়ালখালীর ৮নং শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিবাসী শ্রীপুর কল্যাণ সংঘের উপদেষ্টা সনজিত মজুমদার (৬৪) গত ১৩ অক্টোবর রাতে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন দুপুরে শ্রীপুর গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, শ্রীপুর কল্যাণ সংঘের সভাপতি এস প্রকাশ পাল, সাধারণ সম্পাদক পলাশ মল্লিক, শ্রীপুর অন্নকূট মহোৎসব উদযাপন পরিষদ, শ্রীপুর শিববাড়ি পরিচালনা পরিষদ, মুন্সিরহাট ব্যবসায়ী সমিতি, শ্রীপুর সর্বজনীন গণেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার–পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।