সদালাপী মানুষ হিসাবে সানোয়ার আলী ছিলেন সকলের শ্রদ্ধার

স্মরণসভায় বক্তাদের অভিমত

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সৈয়দ সানোয়ার আলি সানু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন, পরবর্তীতে দেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করেন। দেশ, জাতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ও কল্যাণে তার নিষ্ঠা, আন্তরিকতা এবং কর্তব্যপরায়ণতায় তিনি ছিলেন অঙ্গীকারবদ্ধ। একজন সদালাপী ও স্পষ্টবাদী মানুষ হিসাবে তিনি সবার কাছে অত্যান্ত জনপ্রিয় ছিলেন।
আবুল হাশেম বক্কর গতকাল বৃহস্পতিবার নগরীর এনায়েত বাজার শাহী জামে মসজিদে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু স্মৃতি সংসদের উদ্যোগে মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানুর ৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণকালে এ কথা বলেন।
এতে মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা মীর রাসেদুল আলম। মিলাদ মহফিল শেষে বায়তুল ফোরকান এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মনজুর রহমান চৌধুরী, জাকির হোসেন, আবু মুছা, জাহেদ উল্লাহ রাসেদ, জিয়াউর রহমান জিয়া, আবু মোহাম্মদ মহসীন চৌধুরী, দিদারুল ইসলাম দিদার, আব্দুল্লাহ আল হারুন, এফ এ এফ রুমী, মোহাম্মদ কামাল হোসেন, মো. রায়হান আলম, ওমর ফারুক, নুর হোসেন, মো. ওয়াসিম, মো. সাজ্জাদ হোসেন খাঁন, মোহাম্মদ ইমরান হোসেন, মীর মোহাম্মদ মোবারক হোসেন, মো. হানিফ রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০ দিন পর জাহাজ থেকে নামানো হলে নাবিকের লাশ
পরবর্তী নিবন্ধটেকনাফে গভীর রাতে মাদক কারবারি-বিজিবি গোলাগুলি