সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের বার্ষিক আয়োজন ২৯তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন আজ থেকে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজন সানাই সম্রাট উস্তাদ বিসমিল্লাহ খাঁ’কে উৎসর্গ করা হয়েছে। পাঁচ পর্বের অনুষ্ঠানমালা দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। আজ সন্ধ্যা ৫টায় প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। এদিন দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। শুক্রবার তৃতীয় পর্বে প্রভাতী অধিবেশন শুরু হবে সকাল ৯ টায়। এতে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবে কিশোর–কিশোরী শিল্পীরা। চতুর্থ অধিবেশন সকাল সাড়ে ১০ টায় রয়েছে সেমিনার। বিষয় : উচ্চাঙ্গ সংগীতে বাণী এবং তালের গুরুত্ব। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












