সদারঙ্গের ২৯তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ১৫ জানুয়ারি শুরু

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের বার্ষিক আয়োজন ২৯তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন আগামী ১৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের আয়োজন সানাই সম্রাট উস্তাদ বিসমিল্লাহ খাঁ’কে উৎসর্গ করা হয়েছে। পাঁচ পর্বের অনুষ্ঠানমালা দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। ১৫ জানুয়ারি সন্ধ্যা ৫ টায় প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। এদিন দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। ১৬ জানুয়ারি তৃতীয় পর্বে প্রভাতী অধিবেশন শুরু হবে সকাল ৯ টায়। এতে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবে কিশোরকিশোরী শিল্পীরা। চতুর্থ অধিবেশন সকাল সাড়ে ১০ টায় রয়েছে সেমিনার। বিষয় : উচ্চাঙ্গ সংগীতে বাণী এবং তালের গুরুত্ব। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। প্রবন্ধ পাঠ করবেন ড. স্বর্ণময় চক্রবর্তী। আলোচক থাকবেন প্রফেসর ড. সহিদ উল্যাহ লিপন ও প্রকৌশলী রূপক সেন। পঞ্চম ও অন্তিম অধিবেশন শুরু সন্ধ্যা ৫টায়। সান্ধ্যকালীন এই অধিবেশন উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী রিয়াজ ওয়ায়েজ। দুই দিনব্যাপী এই সম্মেলনে সারাদেশ থেকে গুণী শিল্পীবৃন্দ কন্ঠ ও যন্ত্র সংগীত পরিবেশন করবেন সাইফুল তানকার (কন্ঠ), সোমেনজিৎ চক্রবর্তী (তবলা লহড়া), রিটন ধর (কন্ঠ), ফাল্গুনি বড়ুয়া (কন্ঠ), শরৎ কুমার পাল(বাঁশি), মোহাম্মদ পারভেজ রুবেল (সরোদ), সঞ্জিবন সান্যাল (কন্ঠ), লতিফুন জুলিও (কন্ঠ), অমিতেস বসু (চতুরঙ্গী), সমীর আচার্য (তবলা), প্রমীত বড়ুয়া (হারমোনিয়াম), রাজিব চক্রবর্তী (তবলা), অমিত চৌধুরী দীপ্ত (তবলা), রুচিরা বড়ুয়া (তানপুরা)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু’র নতুন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল হক
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার কাছে আলেম ওলামারা ছিলেন শ্রদ্ধার পাত্র