সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ গতকাল শুক্রবার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম লেকচার হলে অনুষ্ঠিত হয়। সদারঙ্গের সম্পাদক রাজিব দাশের সঞ্চালনায় শুরুতে বক্তব্য দেন, সহ সভাপতি চবি অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল্লাহ্।
এরপর শুরু হয় শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। শিল্পী পরিবেশন করেন প্রথমে বিলম্বিত একতাল ও পরে দ্রুত ত্রিতালে রাগ- মালকোষ। রাগ পরিবেশনের শুরুতে শান্ত ও মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি হয়। সাবলীল ও পরিশিলিতভাবে আলাপ, বিস্তার ও তান সহযোগে রাগের রূপ চিত্রায়িত করেন উদীয়মান উচ্চাঙ্গসংগীত শিল্পী প্রমিত বড়ুয়া। তার সাথে ছিল তবলা শিল্পী রাজিব চক্রবর্ত্তী ও হারমোনিয়াম শিল্পী রাজিব দাশের পরিমিত ও পরিমার্জিত বাদনশৈলী। যা শ্রোতাদের মুগ্ধ করে। তানপুরায় ছিলেন শিল্পী রিনি পালিত। শেষ পরিবেশনা ছিল মিশ্র কাফি রাগে ঠুমরী। শিল্পী প্রমিত বড়ুয়া তাঁর অসাধারণ দক্ষতা, নৈপুণ্যতা ও মমতা দিয়ে বিভিন্ন সুর ও বাণীর প্রয়োগে বৈচিত্র্যপূর্ণ ও নান্দনিক একটি পরিবেশনা উপহার দেন। প্রেস বিজ্ঞপ্তি।