সদারঙ্গের দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আজ

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আজ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এতে প্রথমে তবলা লহড়া পরিবেশন করবেন সজীব বিশ্বাস।

এরপর খেয়াল পরিবেশন করবেন প্রতীক কুমার রায়। এদিনের সহযোগী শিল্পীদের মধ্যে রাজীব চক্রবর্তী (তবলা), এনায়েত উল্লাহ সানি (তানপুরা) এবং অর্পিতা দেবী দোলা (হারমোনিয়াম)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৃত্যশিল্পী থেকে যেভাবে জেমসের জীবনসঙ্গী হয়ে উঠলেন নামিয়া
পরবর্তী নিবন্ধসিনেমায় অভিনয়ে ভয় সাফার, জানালেন কারণ