সদারঙ্গের উচ্চাঙ্গ সংগীতের আসর

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে গতকাল শুক্রবার সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্পিতা দেবী দোলার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত জানান সদারঙ্গের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন পরিষদের সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

সংক্ষিপ্ত আলোচনা শেষে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। প্রথমেই একক তবলা লহড়া পরিবেশন করলেন পণ্ডিত সুরেশ তালওয়ালকারের শিষ্য সজীব বিশ্বাস। এর সাথে হারমোনিয়ামে নাগমা বাজিয়ে সহযোগিতা করেন দীপ্ত দত্ত। এদিনের শেষ পরিবেশনা ইমন রাগে খেয়াল। পরিবেশন করেন পণ্ডিত ড. স্বর্ণময় চক্রবর্ত্তীর শিষ্য প্রতীক কুমার রায়। শিল্পীকে সহযোগিতা করেন তবলায় রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে অর্পিতা দেবী দোলা এবং তানপুরায় মো. এনায়েত উল্লাহ সানি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধম হামিদ ও ফাল্গুনী হামিদের ছেলে প্রান্তর জ্যোতির মৃত্যু
পরবর্তী নিবন্ধআজ টিআইসিতে মান্না দে স্মরণে অনুষ্ঠান