চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার চিকিৎসক দল তার অসুস্থতার যে বিবরণ দিয়েছেন, তা খুবই উদ্বেগজনক। খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসাপরায়ণ মনোভাব পরিহার করে সরকারকে গণতান্ত্রিক পথে চলার আহ্বান করছি। অন্যথায় বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে।
তিনি গতকাল বুধবার বিকালে নগরীর কদমতলী বাইতুল জান্নাত জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে সদরঘাট থানা বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, সদরঘাট থানা বিএনপির সভাপতি সালাউদ্দীন, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাইফুর রহমান শপথ, নুর উদ্দীন নুরু, কাউসার হোসেন বাবু, ওমর ফারুক রুবেল, শাহ আলম, জাহিদুল ইসলাম জাহিদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল হোসেন, মো. শাহজাহান, তৈয়ব আলী, আজম খান, জিয়া উদ্দীন জিয়া, গিয়াস উদ্দিন, ইসমাইল মাহি, নুর খান, রাশেদ, ইয়াসির আরাফাত, আনোয়ারুল আবেদীন মুন্না, ইউনুস মিয়া জুয়েল, রাশেদ খান সুমন, নাঈম উদ্দীন, শেখ আলম রাজু, সিজ্জাদ হোসেন সাব্বির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।