নগরীর সদরঘাট কালীমন্দিরে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড ও সাগরিকা বিটাক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত কিছু স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন আবুল হোসেন (২৬) ও আরমান হোসেন (৩১)। তারা দুজনই আপন ভাই। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তারা চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী লংকাপাড়া এলাকায় থাকেন।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, কালীমন্দিরে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। কালীমন্দিরের ভেন্টিলেটর ফাঁকা থাকার কারণে দুই ভাই পরিকল্পনা করে চুরি সংঘটিত করে। আরমান চুরি করা স্বর্ণালঙ্কার তার ভাই আবুল হোসেনকে বিক্রির জন্য দেয়। কালীমন্দিরে চুরির বিষয়টি রোববার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর সন্ধ্যায় পুলিশ প্রথমে নগরীর স্টেশন রোড থেকে আবুল হোসেনকে গ্রেফতার করে। তার কাছ থেকে লকেটসহ একটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যে আরমানকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে সদরঘাট কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। গত রোববার সকালে মন্দিরের সেবায়েত পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। তাদের ভাষ্য অনুযায়ী, ওই মন্দিরে কালীমূর্তির মাথায় থাকা চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, এক জোড়া কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুন্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট চুরি হয়। এছাড়া মন্দিরের দানবাঙ ভেঙে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা নিয়ে যায়।











