সদরঘাটে মধ্যরাতে গোলাগুলি, কিশোরসহ চারজন আহত

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম শহরের সদরঘাটে মধ্যরাতে গোলাগুলির ঘটনায় এক কিশোর গুলিবিদ্ধসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন— সাইফুল (২০), নুরুদ্দিন (২৪), আরমান (২৫) এবং গুলিবিদ্ধ কিশোর রিয়াদ হাসান (১৫)।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ রিয়াদের অবস্থা আশঙ্কাজনক।

মূলত, সদরঘাট মহব্বত গলি পুরাতন কাস্টম পূর্ব মাদারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এলাকায় পূর্ব শত্রুতার দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে সূত্র জানিয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, আমাদের অভিযান চলমান রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দেওয়া হয়নি। তারা মামলা করলে আমরা মামলা নিব। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো গ্রেপ্তার বা মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সেনা কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ