জ্যোতিষবিদ পণ্ডিত বঙ্কিম আচার্য্যের স্মরণে শোকসভা গত ২২ জুলাই সদরঘাটস্থ পণ্ডিত বঙ্কিম চন্দ্র জ্যোতিষালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কাঞ্চন আচার্য্যের সভাপতিত্বে ও বিবিপির সাধারণ সম্পাদক রাজীব দের (শম্ভু) সঞ্চালনায় শোকসভায় উপস্থিত ছিলেন প্রয়াতের সহধর্মিণী অনিমা আচার্য্য, বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরীর প্রধান পৃষ্ঠপোষক ডা. দেবাশীষ মজুমদার, বিপ্লব চৌধুরী, বাপ্পী দে, সন্তোষ মিত্র, রনি দাশ, লিটন আচার্য্য, মিঠু আচার্য্য, কন্যা টাংকু আচার্য্য, রিংকু আচার্য্য, পূজা আচার্য্য, ঊষা আচার্য্য প্রমুখ। সভায় প্রয়াতের আত্মার সদগতি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।