সদরঘাটে ছিনতাই চক্রের ২ জনকে গণপিটুনি

আজাদী অনলাইন | সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ১২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের সদরঘাট এলাকায় মোবাইল ছিনতাই চক্রের দুই তরুণকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। রবিবার (২৭ অক্টোবর) রাত ১১ টায় বাংলাবাজার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। দুই তরুণের নাম শরীফ (৩০) ও ইমরান (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রমিজ আহমেদ।

তিনি জানান, বাংলাবাজার রেললাইনের পাশে দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাদের জানান আহত দুই যুবক ছিনতাই চক্রের সদস্য। রাত সাড়ে ১০ টার দিকে মোবাইল ছিনতাই করার সময় তাদের গণপিটুনি দিয়েছে বলে জানান তিনি। চিকিৎসা নিশ্চিতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফয়সাল নামের একজন জানান, হরহামেশা চুরি-ছিনতাই, প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের ভয় দেখানোসহ নানা অপকর্মে জড়িত তারা। তাদের অপকর্মে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা তাই গণপিটুনি দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির মিথ্যা ফোনালাপ তৈরি, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ‘পুলিশের পোশাকে’ খামারে গরু ডাকাতি