চোরাই তেল এবং স্ক্র্যাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। একই সাথে দুইশ’ কেজি চোরাই ভুট্টাসহ একটি বোট জব্দ করা হয়েছে। চোরাই ভুট্টা কেনাবেচার সাথে জড়িত জনৈক নাজিম বোট থেকে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনার ব্যাপারে থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্ল্যা বলেন, বিদেশী জাহাজ থেকে সস্তায় কেনা ২৪০ লিটার ডিজেল এবং ২০০ কেজি ভুট্টাসহ একটি বোট জব্দ করা হয়েছে। চোরাই ডিজেল এবং ভুট্টার সাথে জড়িত নাজিম পালিয়ে গেছে। ঘটনার ব্যাপারে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অপরদিকে ৩০০ কেজি চোরাই স্ক্র্যাপ বোঝাই একটি বোটসহ মোহাম্মদ বাহাদুর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাহাদুরের বাড়ি চরপাথরঘাটা বলেও পুলিশ জানায়। এই ব্যাপারে পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।