নগরীর সদরঘাট এলাকায় কুরআনপ্রেমী তৌহিদি জনতার ঢল আর দেশি–বিদেশি ক্বারীদের সুমধুর তিলাওয়াতে সম্পন্ন হলো ২য় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও তিলাওয়াত প্রতিযোগিতা। মাদারবাড়ী রেল গেট সংলগ্ন বালুর মাঠে ‘সদরঘাট–মাদারবাড়ী সর্বস্তরের তৌহিদি জনতা’র ব্যবস্থাপনায় এ কেরাত সম্মেলন ও তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুরআনের সুর লহমায় মুখরিত এই সম্মেলনে প্রধান মেহমান ছিলেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ নূরী। তিলাওয়াত প্রতিযোগিতায় সদরঘাটের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বেরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ সালাউদ্দিন এবং সঞ্চালনা করেন আজিজুল হক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আল্লামা আব্দুল হাই নদভী ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের আহ্বায়ক মাওলানা আজহার উদ্দিন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক কাওসার হোসেন বাবু, মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ বেলাল, মাজহারুল হক, অর্থ সচিব আহসান উল্লাহ, মুহাম্মদ ইলিয়াস মিয়া, মুহাম্মদ শাহজাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আল হেরা আইডিয়াল মাদরাসা ও মাদরাসা আরবিয়া তাজবীদুল মুহিউসসুন্নাহর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কুরআনের এই পবিত্র আসর এলাকায় এক অভূতপূর্ব ধর্মীয় আবহ সৃষ্টি করে। প্রেস বিজ্ঞপ্তি।












