সদরঘাটে কর্ণফুলী নদী থেকে মরদেহ উদ্ধার, পরিচয় অজানা

| রবিবার , ৩০ মার্চ, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার আওতাধীন কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সদরঘাট থানাধীন আসাম বেঙ্গল ঘাটের জেটি ও ওটি মিক মাহি জাহাজের মধ্যবর্তী স্থানে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে সদরঘাট নৌ থানার এসআই বিকাশ সাহা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ থানার ওসি একরাম উল্লাহ।

উদ্ধারকৃত মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং কালো, মাথার পেছনে কালো চুল রয়েছে। মরদেহে পচন ধরার কারণে মুখমণ্ডল ফুলে গেছে এবং চামড়া উঠে গেছে। কপালের চামড়াও পঁচে গেছে।

এছাড়া, ডান চোখ বাইরে বেরিয়ে এসেছে, বাম চোখ বন্ধ রয়েছে, এবং জিহ্বা মুখের বাইরে বেরিয়ে গেছে। ঠোঁটসহ গলার চামড়ায় পঁচন ধরেছে। কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত শরীরের বিভিন্ন অংশে পচন লক্ষ্য করা গেছে। বুক, পেট ও পিঠের চামড়াও উঠে গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সারা শরীরে পচন ধরার কারণে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয়দেরকে যদি এ সংক্রান্ত কোনো তথ্য জানা থাকে, তাহলে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে নকীব সামাজিক সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ২