সদরঘাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৭:১১ অপরাহ্ণ

নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার নালা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন।

স্থানীয়রা জানিয়েছেন মরদেহটি আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের। বাংলানিউজ

ওসি সাখাওয়াৎ হোসেন জানান, নালা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই, শরীরে কিছু দাগ আছে সেগুলো অনেক আগের। প্রাথমিকভাবে মনে হচ্ছে মরদেহটি একজন ভবঘুরের। তার পরনে লুঙ্গি ছাড়া আর কোনো কাপড় ছিল না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচোরাই মালামাল সহ ৬ চোর গ্রেফতার
পরবর্তী নিবন্ধভেজাল ওষুধের কারণে যেন জীবনহানি না হয় তাই ফার্মাসিস্টদের সতর্ক থাকেতে হবে