সদরঘাটের ব্যবসায়ী দম্পতির ৫ মাসের সাজা

ব্যাংকের ১৮ কোটি টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংক খাতুনগঞ্জ শাখার ১৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৭ টাকা আত্মসাতের একটি জারি মামলায় সদরঘাটের মেসার্স চট্টগ্রাম এগ্রো প্রোডাক্টস-এর মালিক মো. শাহ আলম এবং তার স্ত্রী আয়েশা বেগমকে ৫ মাসের সাজা দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মোজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক খাতুনগঞ্জ শাখার ১৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৭ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০২১ সালে আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মূলত ঋণের টাকা শোধ না করা এবং ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত এ ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীর গ্যাস লাইন লিকেজে হতাহতের মামলায় চার্জশিট গ্রহণ
পরবর্তী নিবন্ধরমজানে সিএনজি স্টেশনে গ্যাস মিলবে না ৬ ঘণ্টা