ঋতু বৈচিত্র্যের ছোঁয়ায় শরৎ এর বিদায়ের পর প্রকৃতিতে হেমন্তের আগমন। দেবী দুর্গা এলো ধরায় আনন্দ বার্তা নিয়ে। দেবীর আগমন অশুভ শক্তির বিনাশ সত্য সুন্দরের আরাধনা। ধর্ম যার যার উৎসব সকলের। পুজোর আমেজ দিকে দিকে। যদিও মহামারীর কারণে অনেকটা অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে এবারের পুজো। তবুও সকলের মনে আনন্দ। ঘরে ঘরে হৈ হূল্লোর উলুধ্বনি শঙ্খধ্বনির আওয়াজে মুখরিত বাংলার প্রকৃতি। ঢাকের তালে দুলে উঠছে সকলের মন। ধূপের সুগন্ধিতে মৌ মৌ করছে চারপাশ। আরতির থালা নিয়ে ছুটছে সবাই মায়ের কাছে। কিছুটা সময়ের জন্য হলেও আমরা দুর্বিষহ মহামারীর অস্থির অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যাকুল। দেবী দুর্গা দুর্গতিনাশিনী। সমস্ত অপশক্তির বিনাশ হোক আপনার আগমনে দেবী মায়ের চরণে প্রার্থনা করছি করোনামুক্ত হোক পৃথিবী। এই আগমণী সকলের কল্যাণ বয়ে আনুক। আমরা নিরাপদ পৃথিবীতে স্বস্তিতে বাঁচি। আপনার আগমনে এই কদিন প্রকৃতি থাকুক আনন্দমুখর। শিশুরা প্রাণ খুলে হাসুক। সচেতন থেকে স্বাস্থ্য বিধি মেনে পুজো উদযাপন করার সরকারি আদেশ রয়েছে। তাই আমরা নিজে সুরক্ষিত থাকব। অন্যকেও সুরক্ষিত রাখব। দেবী মায়ের সাথে কয়েকটি দিন উৎসব উদযাপন করব। ধরায় যেন চিরশান্তি নেমে আসে এই হোক সকলের প্রার্থনা।