সত্য সততা ও মানবতা

স্বর্ণা তালুকদার | রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

সততা বিশ্বাস মানবতা একটার সাথে আরেকটার মিল অনেক ভালোবাসা জড়িয়ে আছে। যখন হিংসার অগ্নি বয় তখন কোনো কিছুই আর মূল্য থাকে না। যেখানে স্বাভাবিক একটা বিবেচনা থাকে না সেখানে সংঘাত দেখা যায়। কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারছি মহাবিশ্ব সম্পর্কে জানতে পারছি ইন্টারনেট ব্যবহার করে নানা বিষয়ে জানতে পারছি রোগ নির্ণয় করতে পারছি বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে। সামনে এলিয়েনদের দেখা যাবে। স্মার্ট বাংলাদেশে এখন কেউ কুসংস্কারে বিশ্বাসী নয়। যুব সমাজ এগিয়ে গেছে কিন্তু তাদেরকে ভালো মন্দ বুঝতে হবে তাহলে দেশে স্বাধীনতার মূল্য পাওয়া যাবে। ছাত্ররা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। ছোট বেলা থেকে মুক্ত বুদ্ধি চিন্তা করতে হবে। শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষকদের সম্মান প্রদর্শন করতে হবে। মানবতা ধ্বংস করে আর যেন কেউ শিক্ষক অপমানিত না করে সেদিকে খেয়াল রাখতে হবে। নয়ত ভবিষ্যতে তরুণ তরুণীরাও শিক্ষকতা, পেশা হিসেবে মনে চায়বে না। আজ সবদিক ভালোবাসা মৈত্রীর সংকট চারিদিকে যুদ্ধ যুদ্ধ সাজ যা শান্তি কেড়ে নিচ্ছে । কিন্তু সত্য শান্তি সততা সবযুগে সম্ভব। রাজনৈতিক হানাহানি যুদ্ধবিগ্রহ নয়। সুন্দর আনন্দময় জীবন সৃজনশীল শিল্পমাধ্যমের মাধ্যমে একটি নতুন সমাজ গড়ে উঠুক, স্বপ্নরা বাঁচুক, নতুন উদ্যমে। শিক্ষাঙ্গনে শান্তি মানুষ্যত্ব টিকে থাকুক। শুভ চিন্তা আসুক সবার মনে। শান্ত মিষ্টি সকাল সৎ চিন্তার উদয় হোক সত্য সততা বিশ্বাস মানবতায় মুক্তি পাবে নষ্ট সময়।

পূর্ববর্তী নিবন্ধবিষণ্ন এই নগরীর বুকে
পরবর্তী নিবন্ধমৃত্যু পথযাত্রী