পটিয়া দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী মাহফিলের ৩য় দিবস গত ২১ জুলাই শায়খুল হাদীস হাফেজ সোলাইমান আনছারীর ছদারতে অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা পরিষদের সাংগঠনিক সচিব নুরুল আমিন টিটুর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা আবুল হাশেম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি চিটাগাং শপিং কমপ্লেঙের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী রানা, মীর মোশাররফ হোসেন,আতাউর রহমান কায়সার, রবিউল হোসেন, জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম আলকাদেরী। বক্তারা বলেন, ইয়াজিদের ক্ষমতা ও প্রলোভনের কাছে নবী দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) হেরে যান নি, তিনি ইয়াজিদের মিথ্যে ও অবিচারের বিপক্ষে আমরণ প্রতিবাদ করে গেছেন। নেতৃবৃন্দ বলেন, সত্য প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করা কারবালার শিক্ষা। প্রেস বিজ্ঞপ্তি।