সত্য ও মিথ্যা

নাজনীন লাকী | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

কোনটি সত্যি কোনটি মিথ্যা তা বের করা মুশকিল। সত্যের আড়ালে মিথ্যা লুকিয়ে থাকে। মিথ্যার আড়ালে সত্য। প্রবাদে আছে সত্যকে ঢেকে রাখা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। কখন, কোন সময়ে? ধরে নিলাম সত্য বের হলো। তো এর ফলাফল কী দাঁড়াবে? যা ঘটে যাওয়ার তাইতো ঘটে গেলো। লাভ লোকসান তো পেয়েই গেলো ব্যক্তি বিশেষ। তখন এ সত্য কিংবা মিথ্যার কোন দাম পাওয়া যায় না। বর্তমান নিয়ে চলতে গেলে এ সত্য মিথ্যার ভেদ বর্তমানে প্রয়োজন। অতীতের সত্য মিথ্যার প্রভেদের কোনোরূপ ফাইদা খুব একটা কাজে আসে না। ভবিষ্যতের কথা যদি বলা হয়। তবে ধরে নিলাম সত্য প্রকাশ হলো, দেখবেন এ সত্যের মাঝেও একদল ঠিকই মিথ্যার আশ্বাস নিয়ে হাজির হবে। কেননা মানুষ দুইদলে বিভক্ত। একদল সজাগ। আরেক দল চোখ খোলা রেখে ঘুমায়। একদল বিশ্বাসী। আরেকদল অন্ধবিশ্বাসী। বলা হয় সময়ের ওপর ছেড়ে দাও সত্য মিথ্যা বের হয়ে আসবে। আসলো এরপর? যা হওয়ার তাই হলো, যা হবার তাই হবে। তা ঘটেছে তারই পূণরাবৃত্তি হবে বৈকি। মাঝখানে কিছু সাধারণ জন অসাধারণ হবেন। কিছু অসাধারণ লোক সাধারণ সাদা মাটা প্রমাণিত হবে। সত্য মিথ্যা নিয়েই চলে সকল প্রতিষ্ঠান।

রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সামাজিক প্রতিষ্ঠান আর পরিবার প্রাথমিক প্রতিষ্ঠান। রাষ্ট্র চলে রাজনৈতিক চালে। কলেজ, বিশ্ববিদ্যালয় সামাজিক কোন্দলে, আর পরিবার সেতো হোম পলিটিঙ নিয়ে এগিয়ে যায়। রাজনৈতিকভাবে রাজনীতির সমন্বয় ঘটুক। ভালো থাকুক পৃথিবীর সকল সদস্য। দূর হোক দুর্গন্ধ। জগতের সকল প্রাণী সুখি হোক, দীর্ঘজীবী হোক।

পূর্ববর্তী নিবন্ধএকবার দেখা হতো
পরবর্তী নিবন্ধআমেরিকায় প্রথম বাজার করার অভিজ্ঞতা