মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ ও মুন্সি আবদুর রহমান চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় জামে মসজিদে দশ দিনব্যাপী পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ৬ জুলাই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মুন্সি আবদুর রহমান চৌধুরী জামে মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব হোসেন। উদ্বোধক ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি ফরিদুল ইসলাম ফরিদি। প্রধান ওয়ায়েজ ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নেজামী। মাহফিলে বক্তারা বলেন, কারবালার চেতনা ও শিক্ষাই হচ্ছে অন্যায় অসত্য ও জুলুমের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানো। দেশ ও সমাজে সত্য ন্যায়নীতি ও ইনসাফ প্রতিষ্ঠায় উৎসর্গীত হওয়াই শাহাদাতে কারবালার দর্শন। মাহফিলে বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ তাজেদারে মদিনা সুন্নি ঐক্য পরিষদের চেয়ারম্যান ইসলামী চিন্তাবিদ ও বক্তা হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল কাদের সিরাজী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইখতিয়ার হোসেন ও খন্দকার এম এ হেলাল, চন্দনাইশ পৌরসভা এলডিপি সভাপতি এম আইনুল কবির। মুন্সি আবদুর রহমান চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল লতিফের সঞ্চালনায় মাহফিলে না’তে রাসূল (দ.) পরিবেশন করেন মুহাম্মদ দিদারুল আলম কাদেরী। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং ফিলিস্তিনিসহ বিশ্বের মজলুম মানবতার নাজাত কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।