সত্য আঁকড়ে ধরে বিপদে ধৈর্যধারণই কারবালার শিক্ষা

রজায়ী দরবারের মাহফিলে বক্তারা

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

আনোয়ারা ওষখাইন রজায়ী দরবারে শোহাদায়ে কারবালা মাহফিল গত ২ জুলাই রজায়ী যুব ত্বরিকত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন রজায়ী যুব ত্বরিকত কমিটির চেয়ারম্যান আল্লামা মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নূরী। তিনি বলেন, সত্য আঁকড়ে ধরে বিপদে ধৈর্যধারণই কারবালার শিক্ষা। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি গিয়াসউদ্দীন আতত্বাহেরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন। বক্তব্য রাখেন কামরুদ্দীন নূরী। উপস্থিত ছিলেন নাঈম উদ্দীন রজায়ী, ইমাম উদ্দীন রজায়ী। মাহফিল শেষে দেশজাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি কামনা করে মুনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশম্ভুর জমি-ফ্ল্যাট-ঘর জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির আনন্দ মিছিল