হযরত আবু বকর সিদ্দিকের (রা.) ফাতেহা উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক (রা.) তৎকালীন আইয়ামে জাহেলিয়ার অন্ধকার যুগে জন্মগ্রহণ করেও কোনো হারাম বস্তু স্পর্শ করেননি বরং জন্মের পর থেকেই পূতঃপবিত্র চরিত্রের অধিকারী ছিলেন। সত্য বিশ্বাসে দৃঢ় ছিলেন বলে তিনি প্রিয় নবীর মিরাজ গমনকে সাথে সাথে বিশ্বাস করে সত্যবাদি উপাধিতে ভূষিত হয়েছিলেন। যে কোন পরিস্থিতিতে সত্যের উপর সদা অটল–অবিচল থাকাই হল হযরত সিদ্দিকে আকবরের শিক্ষা।
গাউসিয়া কমিটি মহানগর শাখার আয়োজনে গতকাল বুধবার নগরীর একটি কনভেনশন হলে হযরত আবু বকর সিদ্দিকের (রা.) ফাতেহা ও সাংগঠনিক মতবিনিময় সভা সংগঠনের সভাপতি তছকির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেকান্দর মিয়া, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবুল বশর, আর ইউ চৌধুরী শাহিন, মোহাম্মদ নুরুল আকতার, মোহাম্মদ আইয়ুব দোভাষ, মোহাম্মদ ইলিয়াস আল–কাদেরী, মোহাম্মদ সালামত উল্লাহ, মুহাম্মদ মুনির উদ্দীন সোহেল, মোহাম্মদ মনজুরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মকবুল আহমেদ খান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার, মোহাম্মদ ইলিয়াস মুন্সি, মুহাম্মদ মুসলিম উদ্দীন, মোহাম্মদ সাহাব উদ্দিন, মোহাম্মদ ফয়েজুর রহমান, খন্দকার মোহাম্মদ ইরশাদুল আলম হিরা, আবদুল আলম আবদুল্লাহ, মোহাম্মদ সালামত আলী, মোহাম্মদ জালাল উদ্দিন মানিক, মোহাম্মদ দস্তগীর আলম, আবদুল মালেক, হাজী মোহাম্মদ আবু তাহের, মো. জোবায়েদ উদ্দিন টুটুল, মো. খোরশেদ আলম, মো. রেজাউল হোসাইন জসিম, মো. ছাগির আলম, মো. আইয়ুব আলী, মো. আবদুল করিম সেলিম, মো. হায়দার আলী, নুর মোহাম্মদ, মোহাম্মদ আরমান, মো. ইব্রাহীম ফারুকী সুমন, মো, সেলিম উল হক সেলিম, মোহাম্মদ আবু তৈয়ব মিয়া, মো. শাহাদাত হোসেন, মোহাম্মদ আরিফ খতিবী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. জানে আলম জানু, মোহাম্মদ ইউসুফ, নঈম উদ্দীন, মোহাম্মদ হামিদ, মো. নাঈমুল হাসান তানভীর, কে.এম.নুর উদ্দীন, মোহাম্মদ নুরুল ইসলাম সাগর, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ জসিম উদ্দীন, মো. ফেরদৌস মিয়া, মো. আইয়ুব বাবু, মো. সুলতান উদ্দিন বেলাল, মো. মোস্তফা আমিন, মো. ইমরান হোসাইন, মো. শাহজাহান, মু. শামসুল আলম মুন্সী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।