সত্যের কোনো সাবটাইটেল নেই

মুন্সী আবু বকর | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

.

সত্যনরম নয়,

কাঁচের টেবিলে রাখা শিলাখণ্ড;

হাত কেটে গেলে খবর হয়,

শিরোনাম নয়।

.

ইতিহাসের মানচিত্রে একাধিক উত্তরদিক

কম্পাস ঘোরে,

আমরা তর্কের ভেতরে হাঁটি,

পায়ের শব্দেই তৈরি হয় রাস্তা।

.

ব্যালটের কালি শুকোতে শুকোতে

জনতা বলে– ‘বৈধতা আকাশে ঝোলে না,’

ধুলোতে পড়ে থাকে

আমাদের সম্মতির ছাপ।

.

মন্তব্য বক্সে নীরবতার কার্টুন,

পোস্ট রিমুভড’

তবু শব্দরা দেয়াল টপকে

মুখাবয়ব বানায় বাতাসে।

.

শেষে আমরা শিখি

আপসহীনতা কোনো স্লোগান নয়,

এটা রক্তের গ্রামার;

আর স্বাধীনতা

পাবলিক স্কয়ারে দাঁড়িয়ে

নিজ নাম ধরে ডাকার সাহস।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের দিনকাল
পরবর্তী নিবন্ধসন্তানদের কখনো কারো সাথে তুলনা করা উচিৎ নয়