নদী সত্য পাহাড় সত্য
সত্য বৃক্ষ নদী
সত্য সুন্দর ঝর্ণাধারা
ঝরছে নিরবধি।
সত্য আকাশ সত্য বাতাস
সত্য ফল ও ফুল –
সত্য পাখি দোয়েল কোয়েল
গানেরই বুলবুল।
চাঁদ সত্য সূর্য সত্য
সত্য আকাশ মাটি
সবার ওপর স্রষ্টা সত্য
সৃষ্টি ও তাঁর খাঁটি।
জন্ম সত্য মৃত্যু সত্য
সত্যের নেই ক্ষয়
সত্য জীবন ধন্য জীবন
সত্যেরই হয় জয়।