চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি ও ছবি ব্যবহার করে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছে। সম্প্রতি এ ধরনের একাধিক অভিযোগ সিএমপির নজরে এসেছে। প্রতারক চক্রটি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি বা অপরিচিত মোবাইল নম্বর ব্যবহার করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ দাবি করছে। এ সময় তারা পুলিশ কর্মকর্তাদের ভুয়া পরিচয়পত্র, অফিসিয়াল ছবি ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সিএমপি জানিয়েছে, এ ধরনের যোগাযোগ সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। কোনোভাবেই অপরিচিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে টাকা না পাঠানোর জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সিএমপির পক্ষ থেকে বলা হয়, কোনো পুলিশ কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে কল, এসএমএস বা মেসেজের স্ক্রিনশট, ফোন নম্বর বা লিংক সংরক্ষণ করতে হবে। এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সিএমপি কন্ট্রোল রুমে (০১৩২০–০৫৭৯৯৮) অবহিত করতে হবে। পরিচিতজন ও আত্মীয়স্বজনকে বিষয়টি জানিয়ে সচেতন করারও পরামর্শ দিয়েছে পুলিশ।
সিএমপি জানিয়েছে, এই প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা শাখাসহ পুলিশের বিভিন্ন ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে।