সন্দ্বীপে ঘূর্ণিঝড় মোখার প্রভাব গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত দেখা যায়নি। তবে বাতাস আর বৃষ্টি না থাকলেও বিগত একমাসের মতো তীব্র গরম ছিল না। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। সন্দ্বীপের কয়েকটি এলাকার বেড়িবাঁধ কয়েক জায়গায় নিচু হওয়ায় গত বৃহস্পতিবার থেকে সেগুলো মাটি দিয়ে ভরাট ও উঁচু করেছেন সংশ্লিষ্ট এলাকার জন প্রতিনিধিরা।
গতকাল সকালে ঢাকা থেকে সন্দ্বীপ এসেছেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। উপজেলার সারিকাইতের বাংলাবাজার, পৌরসভার দুই নম্বর ওয়ার্ড, কালাপানিয়া ইউনিয়নের বেড়িবাঁধের আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে স্থানীয়দের সচেতন করেন এমপি মিতা, ইউএনও সম্রাট খীসা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনীরসহ ফায়ার সার্ভিস, সিপিপি ও রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ। সাবেক পৌর মেয়র জাফর উল্যা টিটুকেও রহমতপুর বেড়িবাঁধ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে সচেতন করতে দেখা যায়।
সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউনিয়নের প্রায় ৭৫ ভাগ অংশই বেড়িবাঁধের বাইরে। তবে এখানে জনসংখ্যা কম হলেও গবাদিপশুর সংখ্যা প্রায় ৫০ হাজার। এ এলাকার বাসিন্দারা তাদের গবাদিপশুগুলোকে বেড়িবাঁধের উপর নিয়ে এসেছে। যাতে জোয়ারের পানি বৃদ্ধি পেলে এগুলোর কোনো ক্ষয়ক্ষতি না হয়।
সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বেড়িবাঁধ এলাকার বাসিন্দাদের সচেতন করতে গিয়ে সাংবাদিকদের বলেন, আমাদের সবগুলো সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। সেখানে শুকনো খাবার মোমবাতিসহ জরুরি জিনিসপত্রের পর্যাপ্ত যোগান দেয়া হয়েছে। সন্দ্বীপের সর্ব দক্ষিণের সারিকাইত ইউনিয়নটি বঙ্গোপসাগরের মুখে অবস্থিত হওয়ায় এ এলাকার বাসিন্দারা যাতে আজ বিকালের মধ্যে আশ্রয়কেন্দ্রে চলে যায় সেজন্য সচেতনতা তৈরি করতে উপজেলা প্রশাসনসহ আমাদের এখানে ছুটে আসা। তিনি আরো বলেন, আমরা যেটা নিয়ে চিন্তিত সেটা হলো আমাদের বেড়িবাঁধ এখনো পরিপূর্ণ নির্মিত হয়নি। আমাদের মোট ৫৬ কিলোমিটার বেড়িবাঁধ তার মধ্যে প্রায় ১০ কিলোমিটার ঝুকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের সাথে এ ঝুকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে কথা হয়েছে। প্রকল্প গ্রহণ করা হয়েছে তবে এখনো বাস্তবায়িত হয়নি। আশা করি অচিরেই প্রকল্প বাস্তবায়িত হওয়ার মাধ্যমে এ ১০ কিলোমিটার বেড়িবাঁধও ঝুকিমুক্ত হবে।