সততা ও পেশাদারত্বের সাথে সাংবাদিকতা চর্চা করুন

চবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে চবি উপাচার্য । চবিসাস সদস্যদের কারণেই আমি বেঁচে ফিরেছি : রাফি

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সততা ও পেশাদারত্বের সাথে ক্ষুরধার লেখনির মাধ্যমে সাংবাদিকতা চর্চা করে দেশজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে গতকাল সকালে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার এ কথা বলেন। গতকাল সকাল ৯টায় চাকসু কেন্দ্রের সামনে থেকে চবিসাসের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে চাকসু কেন্দ্রে পৌঁছে শেষ হয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে সকাল ৯টা ৪৫ মিনিটে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী। স্বাগত বক্তব্য রাখেন চবিসাসের যুগ্মসাধারণ সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক ইমাম ইমু প্রমুখ।

উপাচার্য সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর তরুণ সাংবাদিকদের কী ধরনের সাংবাদিকতা করতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার ডিজিটাল সিকিউরিটি আইন করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করেছে।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ১৫ জুলাই শহরের প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাবার সময় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা শাটল ট্রেন আটকিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাধা দেয় এবং আমাকে ধরে নিয়ে প্রক্টর অফিসে নিয়ে যায়। সেদিন সাংবাদিক সমিতির সদস্যরা থাকার কারণেই আমি বেঁচে ফিরেছি। চবিসাস সভাপতি মোহাম্মদ আজহার বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের নিজেদেরকে ভেঙে নতুন করে গড়ার আন্দোলন। আমরা সংবাদের জন্য সংবাদ মাধ্যমের ওপর নির্ভর ছিলাম। কিন্তু জুলাই আন্দোলনে আমরা একজন ব্যক্তি একটি মিডিয়ার ভূমিকা পালন করেছি। চবি সাংবাদিক সমিতি একটি মিডিয়ার ভূমিকা পালন করেছে। যে সাংবাদিক সমিতির পেজে শুধু বিবৃতি ছাড়া কিছু যেত না, সেই পেজ প্রতিদিন লাইভ সমপ্রচারের মধ্য দিয়ে চট্টগ্রামের খবর সারা বাংলাদেশের মানুষের নিকট পৌঁছে দিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাংবাদিকরা এই কাজ করেছে। আমাদের এই কলমের লড়াই সবসময় অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএকই সারিতে আজ পৃথিবী সূর্য বৃহস্পতি
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড প্রতিনিধিদের সাক্ষাৎ