সততা ও ন্যায়পরায়ণতা প্রকৃত মুসলমানের আদর্শ

দরবারে বারীয়ার মাহফিলে বদরুদ্দোজা বারী

| বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

চান্দগাঁওস্থ বারীয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) ও শাহজী (র.) বার্ষিক ওরশ মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন, বারীয়া দরবারের সাজ্জাদানশীন শাহ্‌ ছুফি সৈয়্যদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)। মাহফিলে খ্যাতনামা ওলামায়ে কেরাম, দরবারের ভক্ত-মুরীদানগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে হযরত সৈয়্যদ বদরুদ্দেজা বারী বলেন, নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতা প্রকৃত মুসলমানের আদর্শ। যা আল্লাহর নৈকট্য অর্জনের প্রকৃত উপায়। বক্তারা বলেন, সাম্য, মৈত্রী, শান্তি, ক্ষমা, ঔদার্য, ন্যায়নীতি ও মানবপ্রেমের অগ্রদূত মহানবী (দ.) এর পবিত্র জীবনচরিত মাবতার ইতিহাসে তুলনাহীন এক দৃষ্টান্ত। আজকের সমাজে বিদ্যমান হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি থেকে মুক্তির জন্য রাসুল (দ.) জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য, এবং আমাদেরকে সেদিকেই নজর দিতে হবে। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি,বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে আখেরী মুনাজত পরিচালনা করেন, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত দিলা মিঞা শাহ্‌ (রহ.) এর ওরশ আজ
পরবর্তী নিবন্ধমাতামুহুরী নদীতে ড্রেজারসহ ৮টি মেশিন ও পাইপ ধ্বংস