সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে

সিআইএমজি মিলনমেলায় বক্তারা

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারে সম্পন্ন হলো চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপ (সিআইএমজি) এর দুইদিনের বার্ষিক মিলনমেলা। গতরাতে পর্যটন নগরী কক্সবাজারের একটি হোটেলে ছিলো সমাপনী আয়োজন। এতে বক্তারা বলেন, ব্যবসা করতে অর্থ প্রয়োজন, তবে তার চেয়েও বেশি প্রয়োজন সততার। ব্যবসায় শ্রম ও সততা থাকলে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়ায় না। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে।

চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপ (সিআইএমজি) সভাপতি লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে ও মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় মিলনমেলায় বক্তব্য দেন, পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কাশেম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য সচিব এম জাহাঙ্গীর কবির চৌধুরী জিকু। এসময় প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন এনজিএস সিমেন্টের অভি মুন্নু সাহা, ডায়মন্ড সিমেন্টের আবদুর রহিম, রয়েল সিমেন্টের এহসানুল হক, কনফিডেন্স সিমেন্টের মিরাজুর রহমান, প্রিমিয়ার সিমেন্টের আরমানুল হক, রুবি সিমেন্টের আরিফুল হক চৌধুরী, গোল্ডেন ইস্পাতের মোহাম্মদ ফয়সাল, একেএস স্টিলের মোহাম্মদ সেলিম উদ্দিন, কেএসআরএম স্টিলের মো. হানিফ রানা, বায়েজিদ স্টিলের মোহাম্মদ আলমগীর, বিএসআরএম স্টিলের মোহাম্মদ মায়মুন আরাফাত, এনজিএস সিমেন্টের প্রসূন কুমার দাশ, সিআইএমজি নেতৃবৃন্দের মধ্যে এম এ মোনাফ, মোহাম্মদ জসিম উদ্দিন, শেখ মোহাম্মদ মনছুর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলী আজগর রনি, শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, মোহাম্মদ এয়াকুব আলী, মোহাম্মদ নাজের, মো. নাছির উদ্দিন। এছাড়াও উপকমিটির মধ্যে মো. আবদুল আজিজ, আলাউদ্দিন সবুজ, আবদুল্লাহ আল মামুন, মো. জসিম উদ্দিন, আরাফাত বিন ইব্রাহিম, মো. ওকার উদ্দিন, সাইফুদ্দিন মো. সুমন, মো. মহিউদ্দিন, আবদুল্লাহ আল মুরাদ, মো. দিদারুল আলম, মো. শহিদুল ইসলাম মিটু, বদিউল আলম তুষার, আলী আশরাফ সানী, মো. মফিজ উদ্দিন, মো. নাজিম উদ্দিন, ফয়সাল আকবর মুন্না উপস্থিত ছিলেন। চট্টগ্রাম অঞ্চলের তিন শতাধিক ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্য এবং উৎপাদক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন। শেষে ছিল বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতা’র বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় তারুণ্যের উৎসব