সততা ও নিষ্ঠার সাথে পরিবেশ সংরক্ষণের স্বার্থে কাজ করতে হবে

ফরেস্ট রেঞ্জার্স সমাপনী অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সততা ও নিষ্ঠার সাথে নতুন কর্মস্থলে গিয়ে বন ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে কাজ করতে হবেএমন মন্তব্য করেছেন প্রধান বন সংরক্ষক ও বন অধিদপ্তর মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে হল রুমে বেসিক ফরেস্ট্রি ট্রেনিং কোর্স ফর ফরেস্ট রেঞ্জার্স সমাপনী অনুষ্ঠানে আমির হোসেন চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ প্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, উপপ্রধান বন সংরক্ষক শিক্ষা মোহাম্মদ জাহিদুল কবিরসহ অন্যান্যরা। শেষে ২ মাসব্যাপী ট্রেনিং সম্পন্ন ২৬ জন অফিসারদেরকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির জার্নালিজম বিভাগে মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধন
পরবর্তী নিবন্ধমুহিব্বীনে আহলে বাইত ফাউন্ডেশনের সভা