আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, জ্ঞানের অন্বেষণ মানে সত্যের পেছনে ছোটা। আজকের আইনের ছাত্ররাই অর্থাৎ তরুণ প্রজন্ম বছরের পর বছর জমে থাকা বিচারহীনতার সংস্কৃতি দূর করবে। মূল বক্তব্যে ডেপুটি এটর্নি জেনারেল আবুল হাশেম বলেছেন, সততার সাথে আইন পেশার চর্চা করতে হবে। কথা ও কাজে সৎ হতে হবে। তিনি বলেন, কাউকে আইনী প্রক্রিয়ায় ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া মানে মানবাধিকার লঙ্ঘন নয়। আমরা আইনের পরিভাষা বুঝতে ভুল করি। ঢালাওভাবে কাউকে আসামি বলা যাবেনা। আইনের ফয়সালা না হওয়া পর্যন্ত বাদী, বিবাদী, অভিযুক্ত শব্দগুলোই ব্যবহার করা উচিত নয়।
তিনি গতকাল মঙ্গলবার কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসির আইন বিভাগ আয়োজিত এক সেমিনারে মূল বক্তব্যে ডেপুটি এটর্নি জেনারেল আবুল হাশেম এই অভিমত ব্যক্ত করেন। আইন অনুষদের উপদেষ্টা প্রফেসর মো. মোরশেদ মাহমুদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাছরুরুল মাওলা ও আইআইইউসির রেজিস্ট্রার মুহাম্মদ শফিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষক মো. নাছির উদ্দিন।
প্রধান অতিথি আইআইইউসির নতুন প্রশাসনের কথা উল্লেখ করে বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতে চাই। বিওটি চেয়ারম্যান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে ব্যাপক উন্নয়নমূলক কর্মযজ্ঞ ইতোমধ্যেই সবার নজরে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি।