‘সড়ক যানজট মুক্ত রাখতে চালকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে’

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

যত্রতত্র গাড়ি দাঁড় না করিয়ে সড়কের একপাশে রাখুন। যানজট মুক্ত রাখতে চালকদের মাঝে সচেতনতা সৃষ্টি করুন। ট্যাক্স টোকেন সরকারের প্রাপ্য। তা নিজ দায়িত্বে সরকারি কোষাগারে পরিশোধ করুন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ২০২১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন ও আমরা সুখী সমৃদ্ধ একটি দেশ পাব। গতকাল রোববার মুরাদপুরস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রুপের উদ্যোগে দেশের চলমান পরিস্থিতিতে পণ্য পরিবহন ব্যবস্থা নিরবচ্ছিন্ন ভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ এসব কথা বলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ও এমদাদুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. জাকের হোসাইন, হাসান মাসুদ মেম্বার, সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, আবদুল নবী লেদু, মনতোষ ধর, সেকান্দর হোসেন চৌধুরী, মো. হাসান মাহমুদ প্রমুখ। উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন তালুকদার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আনোয়ার পাশা, মোহাম্মদ এমদাদুল হক, সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দিন, আবদুল মান্নান কোম্পানী, মোহাম্মদ মিলন, নজরুল ইসলাম দুলাল, মো. শাহজাহান, হাজী মো. আবু তাহের, ফেরদৌস জামান মুকুল, মো. ইউসুফ, নির্বাহী সদস্য রিয়াজ উদ্দিন, বেলাল হোসেন, শাহনেওয়াজ, জাহেদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিলড্রেন্স ভিলেজ ও মেন্টরস চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমৃত্যুবরণকারী তিন টেম্পো শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা