বর্তমানে বিভিন্ন সড়ক, মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ঝুলছে অসংখ্য ক্যাবল। শহরের অলিতে গলিতে বের হলেই চোখে পডবে অসংখ্য ক্যাবল লাইনের ছড়াছড়ি। বছরের পর বছর বৈদ্যুতিক খুঁটিতে তার ঝুলিয়ে রাখার প্রবণতা দেখা যাচ্ছে ক্যাবল অপারটরগুলোর মাঝে। অপ্রয়োজনীয় তার জট বেধে মাকড়সার জালের আকার ধারণ করছে। খুঁটিতে থাকা ক্যাবল বেশিরভাগই অপ্রয়োজনীয় পুরনো টিভি, ইন্টারনেট, জেনারেটর কিংবা বিভিন্ন বৈদ্যুতিক তার। অপরিকল্পিতভাবে এসব ক্যাবল বিদ্যুতের খুঁটিতে লাগানোর ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। ঝুলে থাকা তারের জঞ্জালে পণ্যবাহী ট্রাক কিংবা কার্ভাডভ্যান আটকে অনেক সময় ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। আবার কখনো কখনো ঝড়ের কারণে তার ছিড়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। এতে করে পথচারীরা যেমন আতঙ্কিত হয়ে পড়ছে তেমনি নষ্ট হচ্ছে শহরের ও সড়কের সৌন্দর্য। পুরনো তারে ত্রুটি দেখা দিলে সেগুলো না কেটেই নতুন তার লাগিয়ে নিচ্ছে সেবা প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদাসিনতা ও যথাযথ আইন প্রয়োগের ব্যর্থতার কারণে তারের জঞ্জাল দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে নিরাপত্তার বড় রকম ঝুঁকিতে থাকছে শহরবাসী। নান্দনিক শহর গড়ে তুলতে ও দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য তারের এমন জঞ্জাল সরানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই সড়ক ও শহরের বৈদ্যুতিক তার ও খুঁটিগুলো নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পুরনো খুঁটি ও জটলা তার অপসারণ করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সুমাইয়া তাবাচ্ছুম
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী।












