সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল সাগরিকা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক কর্মকর্তা রেজাউল করিম।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সড়ক–ফুটপাত দখল করে দোকান গড়ে তোলে এরকম ১০–১২টি উচ্ছেদ করি। এছাড়া অবৈধভাবে ড্রেনে স্ল্যাব দেয়ায় ৮–১০ জনকে সতর্ক করা হয়েছে।