নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর কমিটির সহসভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী বলেছেন, আমরা আমাদের সড়কগুলোকে যদি নিরাপদ করতে চাই তাহলে সবার আগে প্রয়োজন সচেতনতা। সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। এতে আমরা নিজেরা যেমন সড়কে নিরাপদ থাকবো তেমনি সবাই নিরাপদ থাকবে আর আমাদের দেখতে হবে না রাস্তায় স্বজন হারানোর আহাজারি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইন–কানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে। আসুন আমরা নিজেদের আগে সংশোধন করি এবং আইন মানার সংস্কৃতি গড়ে তুলি।
গতকাল বুধবার কর্ণফুলী উপজেলার আয়ুব–বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সড়ক দুর্ঘটনা রোধকল্পে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ’ প্রতিপাদ্যে শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়ুব–বিবি সিটি কর্পোরেশন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও নিসচা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় শিক্ষার্থী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।
উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আবছার, অধ্যাপক মো. মাহবুবুর রহমান, রোভার স্কাউট লিডার মো. জমির উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, ফাতেমা ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।