বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা কার্যক্রম আজ বহদ্দারহাট বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়। ড্যানিশ রেড ক্রসের সহযোগিতায় পরিচালিত ডিআরআর প্রকল্পের আওতায় স্কুল শিক্ষার্থী,বাস চালক, হেলপার ও জনসাধারণকে সচেতন করতে কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট। কর্মসূচি উপলক্ষে একটি র্যালি চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লক হতে টার্মিনালের সভাস্থলে এসে শেষ হয়। চট্টগ্রাম সিটি ইউনিটের ডিআরআর প্রজেক্ট অফিসার গাজী মোহাম্মদ ইফতেখার হোসেন ইমুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) এস.এম হুমায়ুন কবীর (অব.)। প্রধান অতিথি ছিলেন সিএমপির উপ পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. মাহবুব আলম খান,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউএলও আবদুর রহিম আকন, বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ–সহকারী পরিচালক আবদুল মন্নান,সিনিয়র ডিআরআর অফিসার মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ, সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাস টার্মিনাল মালিক সমিতির নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ট্রাফিক আইন প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন প্রকল্পের আওতাধীন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।