চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত সেল গঠন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের (জিআরএসপি) প্রতিনিধি দলকে এ কথা বলেন চসিক মেয়র ডা. শাহাদত হোসেন।
জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং এডভাইজার পিটার জোনস ও এল স্টুয়ার্ট মেয়র শাহাদত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা এ সময় চট্টগ্রামে তাদের কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এর আওতায় জিআরএসপি এ পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৩৮ জন কর্মকর্তাকে সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।
নগরীতে সড়ক দুর্ঘটনা কমাতে চসিকের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তুলে ধরেন মেয়র শাহাদত হোসেন। তিনি বলেন, নগরীর ৩৬টি স্থানে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং তৈরিতে কাজ করছে চসিক। সড়ক নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে আলাদা একটি বিশেষায়িত সেল গঠনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী আবুল কাশেম, বিআইজিআরএস চট্টগ্রামের ইনিশিয়েটিভ কোওর্ডিনেটর লাবিব তাজওয়ান, সার্ভেইল্যান্স কোওর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ, এনফোর্সমেন্ট কোওর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন ও কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।