সড়ক দুর্ঘটনায় সারজিস আলম আহত

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে গাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভ হাওলাদার। অমর একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার হাসপাতালে বলেন, সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে মাইক্রোবাসে বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছিলেন। গাড়িটি ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন চালক হঠাৎ ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে গাড়ির ধাক্কা লাগলে আহত হন সারজিস। খবর বিডিনিউজের।

শুভ হাওলাদার বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমের বাঁ চোখের এক পাশে কেটে গেছে, সেখানে একটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া মাথায়ও আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকের বরাতে তিনি বলেন, তবে চোখে ও মাথায় গুরুতর কোনো সমস্যা নেই। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত সারজিস আলম ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, তার অবস্থা গুরুতর নয়।

পূর্ববর্তী নিবন্ধআমাকে হত্যা করলে ইরানকে ধ্বংস করুন : শেষ নির্দেশ ট্রাম্পের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবের সাহিত্য সভা