চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবদুস সালাম (৪২) নামের এক সৌদি আরব প্রবাসী। গতকাল শনিবার উপজেলার বুলার তালুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম দোহাজারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার সময় কক্সবাজারমুখী একটি সিএনজিচালিত অটোরিক্সা উপজেলার বুলার তালুক এলাকায় একইমুখী অপর একটি হাইচের পিছনে ধাক্কা দেয়। এ সময় সিএনজিতে থাকা ২ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের মধ্যে আবদুস সালামকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহতের নাম পাওয়া যায়নি।
নিহতের মামা ডা. আবদুর রহমান জানান, আবদুস সালাম সৌদি আরব প্রবাসী। সে দুই মাস আগে বাড়িতে আসে। গতকাল বিকেলে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়াস্থ তার এক আত্মীয়ের জানাজা শেষে দোহাজারী আসার পথে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বুলার তালুক এলাকায় সড়ক দূর্ঘটনার শিকার হয়ে মর্মান্তিকভাবে মারা যায়। আগামী সপ্তাহে তার পুনরায় তার কর্মস্থল সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল। এজন্য বিমানের টিকেটও করে রেখেছিল। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ রবিবার সকাল ৯টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।