সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হৃদয় দাশের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ১১ জুন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সুমন দে’র নির্দেশনায় রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের নন্দীপাড়া নিবাসী চন্দন দাশের পুত্র সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হৃদয় দাশকে চিকিৎসার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলার জানে আলম জনি, রাউজান উপজেলা বৈদিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক দিপলু দে দিপু, চট্টগ্রাম উত্তর জেলা বৈদিক পরিষদের উপদেষ্টা তপন দাশগুপ্ত, উপদেষ্টা লক্ষ্মীকান্ত চৌধুরী, উপদেষ্টা জিকু দত্ত, উপদেষ্টা মনোজ চক্রবর্তী, উত্তর জেলা বৈদিক পরিষদের সভাপতি পলাশ সেন ও সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্য, রতন কান্তি দাশ প্রমুখ। বৈদিক পরিষদ নেতৃবৃন্দ দুর্ঘটনায় আহত হৃদয়ের পিতার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমূল্য তালিকা নেই, লোহাগাড়ায় তিন দোকানিকে জরিমানা
পরবর্তী নিবন্ধপাহাড়তলীর বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা