নগরের বায়েজিদ বোস্তামী থানার কয়লারঘর এলাকায় অক্সিজেন–কুয়াইশ সড়ক দখল করে অবৈধভাবে নির্মাণ করা তিনটি দোকান ও পৃথক তিনটি সীমানা দেয়াল উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। একই অভিযানে অক্সিজেন মোড় এলাকা থেকে চুক্তির মেয়াদ শেষ হওয়া একটি যাত্রী ছাউনি উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে অংশ নেয়া চসিকের এক কর্মচারী আজাদীকে জানান, অক্সিজেন–কুয়াইশ সড়ক দখল করে দোকান করা হয়। আবার কয়েকজন সড়ক দখল করে সীমানা দেয়াল দিয়েছে। অভিযানে এরকম তিনটি দোকান ও তিনটি সীমানা দেয়াল উচ্ছেদ করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে বলেন, সিটি কর্পোরেশনের রাস্তার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তার জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। একই অভিযানে অক্সিজেন মোড়ে ফুটপাতের জায়গা থেকে অবৈধ যাত্রী ছাউনি উচ্ছেদ করে ফুটপাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।