নগরের পাহাড়তলী থানা রোডের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করায় ৮ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, থানা রোডের উভয় পাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত ও নালা দখল করে নালার উপর দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৮ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।